বন্ধু প্রেমিক

বন্ধু কেন দূরে সরে গেলে আজ ?
হারায়েছ নাকি লুকায়েছ কোনখানে,
ভয় পেলে নাকি বলবে কি এ সমাজ ?
আজও সিক্ত আঁখি চেয়ে তব গৃহপানে৷

স্মৃতির পাতায় দশক আগের কথা,
সন্ধেবেলা Tuition হতে ফেরা৷
কথার মাঝে হঠাৎ নিরবতা,
দিশাহীন সেই তোমার চোখের তারা৷

অজ্ঞাত ছিল সম্পর্কের মোড়,
বন্ধু হয়েই ছিলাম দুজনে বেশ৷
দুষ্টুমিটাই কাটল মনে আঁচড়,
ভালোবাসার শুরু হয়েছিল রেশ৷

তুই থেকে কভু তুমি বলে ফেলি আজ
বন্ধুত্বে ছিল ভালবাসার বাঁধন৷
একটা Message এ ছুটে যাই ফেলে কাজ,
তোর ডাকে বাড়ে হৃদয়ের স্পন্দন৷

সান্ধ্য ভ্রমনে দামোদরের ধার,
হয়তো বা কভু জাইকা Restaurant;
হঠাৎ কেমন দিন হয়ে গেল পার,
আজ Paper Mil এর Miss করি Siren ৷

তুই ছিলি এক মস্ত ঘরের ছেলে,
আমি শুদ্র আর জাতিতে তুই কুলীন৷
College শেষে দারুন চাকরি পেলে,
করলে আমায় স্মৃতির পাতায় মলিন৷

আমি আজ Masters করে College এ পড়াই
বহুদিন হল দেখতে পাইনা তোরে৷
দুচোখ তোকে আজও খুঁজে বেড়ায়,
দেখতে তোকে আজও উঠি ভোরে৷

                               — প্রভাত...

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত