বস্তির ছেলে

বস্তির ছেলে
************

নোংরা নামেই পরিচিত
জাতির অবক্ষয়,
আঁধার রাতে হঠাৎ দেখে
করিস আমায় ভয়৷

রানারের ন্যায় চলেছি ছুটে
সূর্য ওঠার আগে,
রাজপথে তোর পায়ের ধূলো
কুঁড়োই নোংরা Bag এ৷

পৌরসভার নর্দমাতেও
লাগাই কভু হাত,
তবুও হায়রে পোড়া কপাল
নাম জোটে বজ্জাত৷

কাজ পাইনা নোংরা বলে,
সেই হাতই তোর নোংরা তোলে;
আমায় দেখে ভ্রু কুঙ্চিত,
সমাজ আলোয় সুসজ্জিত;
আমি কর্মহীন কর্দমাক্ত,
ক্ষিধেয় আঁখি অশ্রুসিক্ত৷

সভ্য সমাজে সামাজিকতার
পিষ্ট পদতলে,
আমি নামহীন পরিচয়হীন
এক বস্তির ছেলে৷

                         —প্রভাত...

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য