বস্তির ছেলে
বস্তির ছেলে
************
নোংরা নামেই পরিচিত
জাতির অবক্ষয়,
আঁধার রাতে হঠাৎ দেখে
করিস আমায় ভয়৷
রানারের ন্যায় চলেছি ছুটে
সূর্য ওঠার আগে,
রাজপথে তোর পায়ের ধূলো
কুঁড়োই নোংরা Bag এ৷
পৌরসভার নর্দমাতেও
লাগাই কভু হাত,
তবুও হায়রে পোড়া কপাল
নাম জোটে বজ্জাত৷
কাজ পাইনা নোংরা বলে,
সেই হাতই তোর নোংরা তোলে;
আমায় দেখে ভ্রু কুঙ্চিত,
সমাজ আলোয় সুসজ্জিত;
আমি কর্মহীন কর্দমাক্ত,
ক্ষিধেয় আঁখি অশ্রুসিক্ত৷
সভ্য সমাজে সামাজিকতার
পিষ্ট পদতলে,
আমি নামহীন পরিচয়হীন
এক বস্তির ছেলে৷
—প্রভাত...
Bahut badia hua hai ... Excellent
ReplyDeleteBohot acchha hai.. par second last line thoda Sajaya hua nahi hai... but badiya hai....
ReplyDeleteThank you Aditya and Sanjoy...
ReplyDeleteShort and simple. Good concept
ReplyDeleteThank you..
DeleteGood
ReplyDeleteThank U...
Delete