ব্যবসায়ীর প্রেম

ব্যবসায়ীর প্রেম
***************

সাধারন এক মধ্যবিত্ত
স্বর্ণকারের ছেলে,
ছোট্টবেলায় দিনগুলি মোর
কাটতো হেসেখেলে৷

নিত্য নতুন প্রযুক্তিতে
বিশেষ আমার ঝোঁক,
স্বপ্ন ছিল Computer 
ব্যবসা আমার হোক৷

যৌবনেতে তোমায় দেখে
হারিয়ে ছিলাম মন,
একলা দিনের সঙ্গী ছিল
Carate প্রশিক্ষন৷

প্রবেশিলে জীবন মাঝে
হৃদয় খানি ছুঁয়ে,
আনন্দেতে হৃদয় নাচে
পা পড়েনা ভুঁয়ে৷

বিয়ের বয়স আসন্ন তাই
চাইছি তোমার হাত,
তোমার পিতার জাতের দোহাই
ঘটাচ্ছে ব্যাঘাত৷

বেসেছি শুধু তোমায় ভালো
মানিনা জাতপাত,
তবুও আমায় অছুত বলে
ছাড়িয়ে নিলে হাত৷

বাঁচাতে আজ তিনটি জীবন
বেঁচছি কভু বিড়ি,
তাইতো তোমার জীবন রথের
নইকো আমি সিঁড়ি৷

চাইছো তুমি জীবন সাথী
সরকারি চাকুরে,
যন্ত্রনা মোর কোমল হৃদয়
খাচ্ছে কুঁরে কুঁরে৷

লাগবে যেদিন শুন্য জীবন
করবে নিজেই Blame,
সেদিন তোমার পড়বে মনে
এ ব্যবসায়ির প্রেম...

                            — প্রভাত...

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য