পূর্ণতা
পূর্ণতা
*******
পূর্ণতার আকাঙ্খায় দুই রূপসী পাহাড়
*******
পূর্ণতার আকাঙ্খায় দুই রূপসী পাহাড়
মধ্যবর্তী উষ্ন উপত্যকা;
তোর বন্য আবেগ যেন বোশেখ মাসে
নিচে লাল মাটির ছ্যাকা৷
স্পর্শে কম্পিত হয় ভূমি,
ক্ষরে আগ্নেয়গিরির লাভা;
ঝাঁঝাল গন্ধে বাড়ে উন্মত্ততা,
এবার বিষ্ফোরনের পালা৷
শান্তি পাক ক্লান্ত দুটি প্রান,
শান্তি পাক ক্লান্ত দুটি প্রান,
পূর্ণতা পাক ভালোবাসা,
আজ Urenus এও ঝরেছে ঘাম,
জোছনার আলো হারায় ভাষা৷
— প্রভাত..
— প্রভাত..
Oshadharan
ReplyDeleteধন্যবাদ...
ReplyDeleteRhyme ta onyo rakom
ReplyDeleteThank you..
Deleteপুরো টা ঠিক বুঝে উঠতে পারলাম না।
ReplyDeleteEktu Vabo.. Asha kori Bujhte parbe...
Delete