পূর্ণতা

পূর্ণতা
*******

পূর্ণতার আকাঙ্খায় দুই রূপসী পাহাড়
মধ্যবর্তী উষ্ন উপত্যকা;
তোর বন্য আবেগ যেন বোশেখ মাসে
নিচে লাল মাটির ছ্যাকা৷

স্পর্শে কম্পিত হয় ভূমি,
ক্ষরে আগ্নেয়গিরির লাভা;
ঝাঁঝাল গন্ধে বাড়ে উন্মত্ততা,
এবার বিষ্ফোরনের পালা৷

শান্তি পাক ক্লান্ত দুটি প্রান,
পূর্ণতা পাক ভালোবাসা,
আজ Urenus এও ঝরেছে ঘাম,
জোছনার আলো হারায় ভাষা৷

                                       — প্রভাত..

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য