জীবন
জীবন
*******
জীবন মানে ছোট্টো বেলার
হারানো সব স্মৃতি,
দাদুর গল্পে সন্ধে বেলায়
পড়াশোনায় ইতি৷
সকাল হতেই স্নানটি সেরে
ইস্কুলেতে যাওয়া,
Tiffin Break এ Gate এর বাইরে
ফুচকা ঘূগনি খাওয়া৷
জীবন মানে College এ গিয়ে
প্রথম দেখায় প্রেম,
Class এর শেষে Common Room এ
Carom Board এর Game.
জীবন মানে সকাল হতেই
Office যাবার তাড়া,
নিজের মনেই বলে ওঠা
জীবন ছন্নছাড়া৷
জীবন মানে হঠাৎ কোথাও
তোমার সাথে দেখা,
তোমার ছলে প্রেম বিয়োগে
নদীর ধারে একা৷
জীবন মানে স্মৃতি মধুর
বিয়ের প্রথম রাত,
ভালোবাসার উষ্ন আবেগে
প্রথম আঘাত৷
জীবন মানে প্রানের প্রিয়
প্রথম সন্তান,
হয়তো কভু ছুটির দিনে
সমুদ্দুরের স্নান৷
বয়সকালে একলা বসে
স্মৃতির পাতায়,
জীবন তোমায় লিখব কভু
আমার কবিতায়৷
—প্রভাত...
ReplyDeleteখুব ভালো লাগল। সত্যি জীবন টা কত বিচিত্র।
Simple
ReplyDeleteSimple
ReplyDelete