ঘুষ সমাচার

ঘুষ সমাচার
************

ঘুষখোরির প্রবনতা
মিশ্রিত আজ রক্তে,
কেরানি হতে Officer তাই
ঘুষ খায় বিনা শর্তে৷

একশ টাকায় বিকোয় Police
মন্ত্রী বিকোয় হাজারে,
হাজার হাজার চাকরি বিকোয়
উচ্চ মূল্যে বাজারে৷

রাস্তার গড়ার Tender এ নেয়
লক্ষ টাকার ঘুষ,
ঘুষের জেরে দেনায় ডোবে
শত দরিদ্র মানুষ৷

সৎ Officer হলেও জ্বালা,
খুনের ভয়ে বোবা - কালা;
ঘুষ না খেলে Smuggler গন
করবে দেহ ফালাফালা৷

উচ্চ পদের আধিকারিক
ঘুষ দিয়ে যায় চেনা,
ঘুষের টাকায় বাড়ি গাড়ির
অবাধ বেচাকেনা৷

শিক্ষা ক্ষেত্রেও ঘুষ চলছে
Donation এর নামে,
শত ডাক্তার পাশ করছে
লক্ষ টাকার দামে৷

Train Ticket এ ঘুষ লাগছে
করতে Reservation,
ঘুষ ছাড়া কেউ পায়না নিজের
মাসিক Pension ৷

চিহ্নিত করি আসুন সকল
ঘুষখোরদের আজই,
প্রশাসনের বিরুদ্ধে আজ
আন্দোলনে রাজি৷

                — প্রভাত...

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য