চেতনা

চেতনা
*********

যেথা কভু দোর খুলে
আসেনাই আলো,
সেথা এসে ভীড় করে
জগতের কালো৷

মানবিকতা বিহীন শত
সামাজিক যাতনা,
এ শুধু আলোকহীন
বিবেক চেতনা৷

ধর্মিয় গোঁড়ামির মূলে
অবুঝ বিশ্লেষণ,
ধর্মের দোহাইয়ে বিষায়
শিশুসুলভ মন৷

অসামাজিক কার্যকলাপ
অশিক্ষা যার মূলে,
শিশুশ্রমের মূলে ক্ষুধা
নাম নেই আজ School e

সন্ত্রাসবাদ হয়না লুপ্ত
বোমা আর বন্দুকে,
মানবিকতার রত্ন লুকায়ে
শিক্ষার সিন্দুকে৷

ইতিহাস আজ পরিবর্তিত
রাজনৈতিক চাপে,
অশিক্ষা ও অর্ধশিক্ষা
ভরায় সমাজ পাপে৷

সুস্থ সমাজ গড়তে জাগাও
প্রেম প্রীতি ও শিক্ষা,
ধর্ম জাতির নির্বিশেষে
চেতনার প্রতীক্ষা৷

                      — প্রভাত...

Comments

  1. শুধু বিশ্ব যুবক দিবস-ই না, তোমার এই কথা সমস্ত জীবন সারা বিশ্বের যুবক দের অনুপ্রেরিত করবে এই কামনা করি। খুব ভালো লাগল।

    ReplyDelete
  2. খুবই সুন্দর উপস্থাপনা!

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য