স্বপ্ন
স্বপ্ন ***** বাল্যকালের স্বপ্ন আমার বেড়ে ওঠার তাড়া, দিগন্তহীন স্বপ্নগুলি কেমন ছন্নছাড়া৷ স্বপ্নগুলি ছোট্ট তবু রঙীন চাদর মোড়া, রোদ দুপুরে খেলার সাথী নতুন চটিজোড়া৷ বছর দিনে গড়িয়ে এল আমার কিশোর কাল, নিত্যনতুন স্বপ্নে রঙীন ভাবনার আকাল৷ School - College এর দিনগুলিতে অগ্রগতির আশা, ভবিষ্যতের স্বপ্ন দেখায় নতুন ভালোবাসা৷ জীবন জুড়ে কত শত স্বপ্ন ভাঙে হায়, আবার নতুন স্বপ্ন সাজাই কি বা আসে যায়৷ যৌবনের সব স্বপ্নগুলি তোমায় নিয়ে ঘেরা, একটি গোলাপ সঙ্গে নিয়ে Office পথে ফেরা৷ দিন বদলে স্বপ্ন ভাঙে সময় রথের চাকায়, জীবন মাঝে ভালোবাসা আবার স্বপ্ন দেখায়৷ — প্রভাত...