স্ট্রাগল

পথের ঘর্ষনে ফুল অসহায় পাথরের ন্যায়
ঘষে ঘষে দিকভ্রষ্ট দর্শনার্থী ভীড়ের লাইন
ভুলে যাওয়া বন্ধু হাত আগামীর বিরোধী সতিন

স্টেটাসে ইগোর জ্বালা, গৃহযোদ্ধা পূর্ণ তিক্ততায়৷

যেটাকে স্ট্রাগল বলো... চিতার ভেতরে
আসলে তা বাঁচার উপায়৷

শুকনো মজ্জা, শূন্য হচ্ছে দেশ
বহতা জলের মতো অর্ধমৃত শব
নীতিহীন সঞ্জীবনী দেদার বিক্রয়৷

শৈশব-সম্রাট ছিল যারা...
প্রেতের মতোই ঘুরে শিকারের খোঁজ
দিন-দুপুরে মরূর রাস্তায়৷

অভাবে মানুষ বড় সস্তা হয়ে যায়৷
                   ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য