হাফ পোট্রেট
কুয়াশা শ্বাপদ দাঁতে শ্বাসের নালীতে
প্রতিটি কথার শেষে বুক চেপে থাকে৷
মানবী দ্বীপের মতো, দূরে..
আলিঙ্গন মাঝে দুটি শহর তফাৎ
সাড়া না পেয়েই বুঝি ঘুমিয়ে পড়েছ?
নিঃশ্বাসের বাষ্প কোন চোখের দেওয়ালে
আঁকে আর মুছে ফেলে ঠোঁটের পোট্রেট৷
ঘুমের বাদামি চোখে মায়াবী প্রদেশ৷
হে রাতের সড়ক তোমার
বন্ধ রেখো সমস্ত সিগন্যাল।
তুষারপাতের ভোরে হলুদ আলোটি..
আগুন হঠাৎ আসে দু-হাত ছাড়াতে
প্রতিটি শীতের রাতে ফাঁকা ব্যাগ গননা কঠিন।
পলক নামানো চাঁদ মেঘের ব্ল্যাঙ্কেটে
স্পর্শটুকু ঘুমোবার আগে
যে দেশের ঘুম নেই, প্রতিক্ষায় বাঁচে৷
আবেগের জ্যাম ঠেলে বহুদূরগামী
ছেড়েছে আমায়, আমি শহর ছাড়িনি৷
কাছে ডেকো, থামিও সময়..
ছেড়ে যাওয়া সব ট্রেন স্টেশনের নয়৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..