দংশন

অন্দরের দ্রোহের পাখিটি
ত্রাণ গিলে মূর্ছা গেছে ভোরে৷
লহুর বিভেদে
চাঁদের গহ্বর ছিঁড়ে কাঁটার প্রহার
দংশন বিশ্বাসে৷

"পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ্ দুষ্কৃতাম"
সুরাহায় তুলোর আশ্বাস৷

ত্রাসের নিদ্রায় জেগে জেগে ওঠে প্রাণ৷
দুর্ভিক্ষের দুয়ার সমীপে৷
অন্ধকার দেওয়ালে সাজানো৷

ওরা যারা প্রশ্ন করে... জ্বালানো প্রদীপ
শ্মশানে ছাইয়ের ব্যথা কতটুকু বোঝে?
                  ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য