দর্পন

ঠিকানা গরিব হলে ধোঁয়াকুণ্ড বিষাদ বিলাসী
যে কেউ ঠোকর দিয়ে আস্ত গাছ ঝরাতেই পারে৷
ফুলের সম্বল বোঁটাখানি
আলগা করতে নেই৷

ক'টা সূর্য খালি চোখে দেখি?
হাতে গোনা, বাকিরা গ্রহের মতো 
ইতি উতি ধার চেয়ে ফেরা৷

আয়না তো মনেরই রূপ
অসাবধানে প্রতিবিম্ব ভাঙে৷

না পুড়েই নাক্ষত্রিক স্বপ্ন
মুখোশে যেটুকু আলো জ্বলে তা দানেরই৷
বিজ্ঞ খুলি অভিনয়ে কী ভীষণ পটু!

ইস্পাত না হলে
দর্পনের ফিরে আসা জ্যোতি 
ঝলসে দিতে জানে৷
না সে পৃথিবীর, না তোমার, না আমারও৷
                  ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য