উমেদ

কতটা কথার পরে চিনে নেওয়া, পথ
কতটা চেনার পরে ফেরা?
যতটা গোপন শুধু ততটুকু টান
বুকের গভীরে ঢুকে গরূঢ় উড়ান৷

জলের ভাটায় দূরে দূরে
শূন্যতার প্রকোপ প্রণালী
নীরন্ধ ঝাড়ের মাঝে মুঠো মুঠো পাঁজরের হাড়৷

শাঁসের পিপাসা শুধু, খোলায় বিরাগ৷

আবার নতুন কোন গাছ
বিবিধ রঙের উপাসনা
উতলা চোখের কী বা দোষ?
কবিতা প্রকাশ শেষে পান্ডুলিপি ছেঁড়া৷

নীরবে কপাট খোলে, শোভিত কপিশ
কাঁপা কাঁপা ঠোটের আড়ালে
জমে আছে পুরান বন্দিশ৷

উমেদ পায়ের ছাপ দেখে
জানালার রডে রডে শীত নেমে আসে
দীর্ঘশ্বাস বরফে শোয়ানো৷

পুরোনো শপথে গাড়ি ফেরেনা কখনো৷
               ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য