সময়

আবার দুর্বল করো সতস্ফুর্ত হিম!
যে ধোয়া পেরিয়ে এসে উঠেছে সময়..

আকাশের হাতছানি নিজেরই ভেতর৷

ঘড়ির ঘুর্ণনে ওঠে শূন্যতায় পূর্ণিমার চাঁদ৷
ধৈর্যের বিকল্প শেষ৷ নিশানায় বিজেতার ধ্বজ৷

চোখে পড়ে ঝুরো বালি যতবার পেছনে তাকাই৷
সামনে তার প্রতিচ্ছবি, পাথর-ই বাঁচার অন্তরায়৷

বর্তমান মাঝেই দাড়িয়ে
আয়নার এপিঠ থেকে ভবিষ্যত বেশি দূরে নয়
ছোঁয়াটুকু অনুভব, ওপারের প্রবেশ নিষেধ৷
                  ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত