মোচন
শীতাতুর ঝিলের ওপরে
নরম সোহাগটুকু রোদ
অনুরাগি রাত জাগা দোসর গা ঘেষে
আবেগেই কিছু লিখে যায়৷
উষ্ণতা নিবিড় হলে দূর থেকে ছোঁয়া৷
এটুকুই প্রাপ্তি
শূন্যতার শেষ ডিসেম্বরে৷
স্বপ্ন দেশ, শহরতলি, আলোকবর্ষ প্রান্তে
বড়দিন না কী বড় চাওয়া পাওয়া রাত
নিভৃত স্পর্শটি
ঠোঁট থেকে সুতোর তফাতে
নিঃশ্বাসের আঘাতে নিহত
সহস্রাব্দ বিগ্রহের পূজা হীন ফুল৷
ওই... পথে রজনী মোচনা
ফের গো পথিক
ঢুকে যাও, ঢুকে যাও হে পৃথার অন্ধকার ক্ষত
মেরুর বরফ হাতে যে তোমায় দহন শেখাত৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..