সিক্ত

ভাষার বাধ্যতা নয়, কুঁড়ি থেকে বোধের উদয়
পেছনে নীলাভ পথ, তারও আগে  নতুন প্রণয়৷
ভোলাটাই প্রথা,
ব্যথা জমে জমে ধূসর পাহাড়

শব্দে স্বপ্ন, চোখে মন, প্রথম বন্ধনী৷

জল, যারা বয়ে গেছে অতীত কান্নায়
আবেগ লালন করা হৃদয়েরই দায়৷

ভিজে থাকা সত্যি ভাল ভেতরে ভেতরে৷

পুকুরের মতোই বিষাদ
ফাটল গভীর হয় জলাধার শুকিয়ে গেলেই৷
                      ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য