ভেজা এলবাম

রাতের প্রতীকি কন্ঠ হাত তুলে হঠাৎ দুয়ারে
এলে তার চোখ খুঁজে দেখি
বাদামী গোধূলীপাখি ওই

নিঃশব্দে সময় ভেজা কুয়াশায় ফোনের আড়ালে৷
কতখানি উষ্ণতা পারদে?

আর একটু রাত জেগে থাকি?
তুমিও রেণুর মত জেগে থাকো আমার ভেতরে৷

সকালে উঠেই যদি উঠোনের এক কোনে
প্রজাপতি ঘুমায় নীরবে..

দু চারটে অলিভ পাতা শুকনো এলবামে
বারিষনামার ভোরে উড়ে যাবে জানি৷

রেখাও বদল করে হাত, 
কেউ শুধু পেতে বসে থাকে৷
কালিতে সম্পর্ক ছেঁড়ে, কলম বাহানা৷

ক্ষতেরা তুলোর মত৷ ভিজে গেলে চুপসে যেতে দেখি৷
                 ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত