নিশান

গলিজ ঝুলের লেজ গড়ে আর ঝোলে
নিপুণ জালিকা দেখে পতঙ্গের টান
মাকড়শার নিঃসঙ্গ কোঠর৷

প্রাত্যহিক ঝঞ্ঝাপুষ্ট বিরহী শ্রাবণ৷

অন্ধকার গৃহহীন কবে...
মূক শুধু বুকের অধীন৷

অসাড় ক্ষতের স্রোতে বিদিশার গান
নিভু নিভু মোমবাতি ঝড়ের নিশান৷

শিঙ্গালীলা নিভৃতে দাঁড়িয়ে
                 মাঝ পথে প্রেতের প্রয়াণ৷
                ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য