কেন্দ্রীয়

বৃত্তিয় ইগোর মালা কেন্দ্র বিপরীতে
ঘুরতে ঘুরতে নিস্তেজ চন্দ্রানী
ঝিলের দর্পনে
প্রতিচ্ছবি দেখতে জেগে থাকবো...

প্রতীক্ষা শেষের ক্ষণে বারিষ প্রলাপ৷

কথার কুয়াশা নয়, ইতিহাসে ভুল
সীমাহীন ভেজা অভিমান
তবুও সঠিক বৃক্ষ, অনুতাপহীন৷
ঈশ্বরী বিধান৷

যে ধূলা ওড়ায় পথে পথে
পায়ে তারও কিছু লেগে থাকে৷

শীতের গভীর রাতে সমিধের তাপে
ক্ষয় হোক, ক্ষয় হোক, দীন 
তুষের সমীপে৷
               ✍ প্রভাত ঘোষ.⚡   

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য