আড়াল
শূন্যতার দম্ভ নিয়ে শ্লথের গতিতে
স্বর্ণ ঈগলের চোখে দীনের চাহনি
না পাওয়ার মরুভূমি... বালি৷
মরুর জোনাকী বেদ - বেদান্ত মাখিয়ে
ওড়ে, তার জ্যোতিটুকু দেখি৷
ওখানে শেকড় শেষে পূর্ণতার জল
সে বলে আগুন
ছুঁয়ে দিলে ধ্বংস সুনিশ্চিত৷
কিছুটা দূরেই ভাল
ঊষর মাটিতে বড় বারিষের টান৷
কখনও কখনও এসে ফোঁটা ঝরে যাক৷
মিলন সুলভ হলে অচিরেই শেষ৷
গভীর সাগরে তবু মাঝে মাঝে ডুব দিতে যাব৷
স্পর্শে নয়, গন্ধে নয়, উত্তাপে ভিজিও৷
সহস্র শতাব্দি শেষে বায়বীয় পুঁথির আড়ালে
চুপি চুপি বুঝে যাবে কেউ
তুমি আমি বহুকাল চিটে আছি জন্মদাগ যেন৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..