পুনর্জন্ম

নিজেকে চিনতে পারছ কী? 
দেখবে বলে গুমরে উঠছে আয়না৷

যে আকাশে অন্ধকার মুক্তির খোঁজে ডানা ঝাপটায়..
ইচ্ছেদের ইচ্ছামৃত্যু হয়..
পর্দার আড়ালে জমিয়ে রেখেছে কান্না৷

লিলিথের ভাগ্যে ডাইনি! ইভ-ই সত্তা?

আকাশ পেরোতে গেলে নিন্দুকের অমরত্বই দরকার৷
                   ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত