হীরের আঙটিটা
উচ্চাঙ্গ সঙ্গীত কেন? বাউল, ভোরাই যদি হয়..
সুর, তাল, লয়ে মিশে একাকার নদী...
দু-মুঠো ছোলার চেয়ে পিৎজা উপকারী?
যখন গীটার বাজে, ওপারের বাঁশিতে শূন্যতা৷
কোন বাঁশুরিওয়ালার ঠোঁটে সে গান পূর্ণতা পাক৷
তুচ্ছ কে? বুঝেছ? জলনিঃস্ব বালি?
না কী হীরের আঙটিটা৷
হীরে কোন সম্পর্কের বিলাসিতা হলে,
বালি ঘর বাঁধার সোপান৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..