শক্তি সঞ্চয়

ঝাঁকুনি একটা কোন সময়ের নাম
পরিশেষে হয় পাখি.. নয়তো মৃত্যু৷

দু-পায়ে শৃঙ্খল ভেঙে উঠে গেছে যে লেখা সিঁড়িতে...
বেড়ালের পায়ে পায়ে কলমের দাগ৷

মূহুর্তে শতাব্দী নয়, তপস্যার বহু দিন পেরিয়ে এসেছ৷ 
তাতে কী? চল না কোন দ্বীপ্রহরে 
উন্মাদের গোশালায় তোমার দু-পাতা বসে সৃষ্টিসুখ শুনি৷
                       ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত