অতিক্রম

কুয়াশা-মৈথুন শেষে ছুঁড়ে ফেলি ক্ষোভ, বারুদের স্তুপ৷
ছিঁড়ে যাওয়া মাছরাঙা যেন এক আয়নার ভঙ্গুর রূপ৷

দেখতে..
       দেখতে..
            ঝাপসা নিজেরই স্বরূপ৷

ধূলোর পাহাড় ঠেলে আস্তে আস্তে গিলে নিচ্ছে রোমান সভ্যতা৷
নিরিবিলি ম্যানহাটন কিম্বা শূন্যতার দেশে আবিষ্কার নিজের অসীম৷

যতক্ষণ না ছুঁয়েছি ততটা জীবন৷ 
তোমাকে হারানো শুধু শীতের কুয়াশা রাতে ছিঁড়ে যাওয়া গরম চাদর৷
                     ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য