ঘুমন্ত কান্নার দেশ

কলম্বাস বোঝেনি
প্রতিটি দেশের ভেতর একটি মহাদেশ থাকে৷
যেখানে দিগন্ত রেখা নেই, 
সমুদ্রের পাহাড়
                     ফুঁপিয়ে বলছে... 
থাক, 
    চাইলে বড় নিঃস্ব লাগে৷

গলিতে গলিতে গরিবের সারি, প্রতারিত৷
তাই, আয়নায় হাসির প্রতিচ্ছবি এঁকে
লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে কান্না৷
                 ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য