সেফটি

রান্নায় মশলার মতো প্রেম, সযত্নে দু-হাতে
পরিমান মতো  যতটা যা লাগে... 
সুস্বাদু আবেগ চেখে রাখি৷

বাইরে গেলেই পা ঢেকে নিও,
চারিদিকে যা উত্তাপ.. সেফটি মাস্ট৷

আহার গ্রহন করে 
           পরিস্কার, তুলে রেখো সঠিক সময়ে৷

সম্পর্ক হোক বা এঁটো 
শুকিয়ে গেলেই বড্ড কষ্ট হয়৷
                     ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য