ব্যালেন্স

শ্মশান ঘাটের ধারে পোড়া পোড়া গন্ধ
শুঁকেছি, দেখছি কী ভাবে সব জ্বলেছে নির্যাস৷

সুস্থ মৃত্যু নয়, খুন৷ 
দলা দলা থুতু ফেলে পোষকের দাস৷

ভষ্মের যন্ত্রণা  থেকে দূরে পাড়ি লাক্সারি গাড়িতে৷
সেখানে জীবন৷
মৃত্যু? সেও বহু দূরে নয়৷

বিলাসের মোরগ লড়াই শেষে
               চিতার চৌকাঠ গড়ে আসো৷

পার্কসার্কাস... সুগন্ধীত্রাস, শহীদ মিনার আজও
আশির দশক! তারও আগে শূন্যতায় ব্যালেন্সের খেলা৷

ব্যালেন্স শেখেনা কেউ ব্যাঙ্ক ছাড়া৷

প্রতিটি নিসর্গ ঝড় ওঠে আর নিভে যায় সমান্তরালে৷
বমন করেছ লাভা,
পেরেছ কী জ্বালতে আলো আজ ঊর্ণাজালে?
                    ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য