নির্বিকার

ছন্দের মতো দুলতে দেখেছি দু-চার পা
কাঠ ঠোকরার সংসার ভরা অলঙ্কার৷
সাপের সঙ্গে যুদ্ধ তবুও লড়তে হয়৷

লিখতে দেখেছি, কলম যেন, ফুরায় না৷

রাজার গদি প্রজার বেশে নিত্যদিন৷
কার কী ভাবে, কোনখানে চাই আশীর্বাদ
মন্ত্র পাঠের শ্লোক গুলিও মুখস্তই

ছন্দের মতো দুলছে তবুও ছন্দহীন

সিন্দুক খুলে বিলিয়ে দিয়ে নির্বিকার৷

খুশির পলি জমায় প্রতি স্তরে৷
বাবারা সব ফ্যানের মতো ঘোরে৷
নিজের গায়ে হাওয়া টুকুও লাগায় না৷
                ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য