ব্রেকআপ
মনখারাপের দাওয়ায় বসে একলা মন,
দাগ কেটে যায় ব্যর্থ স্মৃতির নির্যাতন৷
মনগুলো সব কুঁড়িই ছিল এককালীন,
ঘায়েল পাখি দেখছে আকাশ অন্তহীন৷
স্তব্ধ রাতে পা তুলে দিই ফেসবুকে,
"দিল" ভেঙেছে হয়তো কথার ভুলচুকে৷
স্টেটাস লেখা হাতের রেখা বলতে চায়,
মুক্তো ছাড়াই ঝিনুক আছে ভাগ্যটায়৷
অতীত ভুলতে অ্যালকোহলের সখ্যতা,
সিগারেটের ঠোট ছুঁয়ে যায় ব্যর্থতা৷
দুলছে হাওয়ায় বাবুইহারা উল্টো নীড়,
লাশের পাহাড় জল ছুঁতে চায় জাহ্নবীর৷
কয়েকদিনেই পিৎজা ভোলে পাখির শিষ,
রাস্তাটা চেঞ্জ, এবার না হয় মনজিনিস৷
ফোর জি যুগে ঘড়ির কাঁটা কে মাপে?
আবার নতুন মলম লাগাই ব্রেকআপে৷
✍ প্রভাত..🌠
তোমার লেখায় ঝড় উঠেছে সাইক্লোনে ।
ReplyDeleteঅতুলনীয়। যুগের সাথে মিশে গেছে তোমার লেখা।
ReplyDelete