ছুঁতে চাওয়ার মুহূর্তেরা
ছুঁতে চাওয়ার মুহুর্তেরা ছবি দেখেই কাব্য লেখে শুধু,
জীবন তোমার সাগর সফেন, ডাকছে আমায় মরুভূমি ধূ ধূ৷
যার বুকেতে অগাধ বালি, আদর দিয়ে ঢাকতে তোমায় পারে,
শুষবে তোমার চোখের জলও, মুছবে যত ক্লান্তি বালির ঝড়ে৷
চাঁদের আলো? মায়াবি সে, জ্যোৎস্নাকে তো ঢাকতে পারে মেঘও,
শান্তি কত নির্জনেতে, অন্ধকারের কাছেও কিছু শেখ৷
সাগর তো নয় নীল, আকাশ কত রং ঢালে তার গায়ে৷
বৃথাই কিছু স্বপ্ন দেখায়, দিন কেটে যায় মিথ্যে অভিনয়ে৷
হঠাৎ অঝোর বৃষ্টি এলে গায়ের মেকি রং তো যাবেই ধুয়ে,
কখনো যা হয়নি তোমার, চাইছ বৃথাই একলা ঘরে শুয়ে৷
তার চেয়ে বরং হারাই চলো আকাশ খোলা মরুভূমির দেশে,
তাকিয়ে দেখ নীহারিকাও ডাকছে কেমন তোমায় ভালবেসে৷
✍ প্রভাত..🌠
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..