ছিন্ন তার

জয়পুরে আজ গরম? না কি ঠান্ডা খুব?
নিথর হৃদয় জ্বলছে আমার কলকাতায়৷
দুই পারে এক ব্যথার সুরে কাঁদছে বুক,
ইগোর জেরে তার কেটে যায় একতারায়৷

স্বপ্নে আজও তোমার চুলের গন্ধ নিই,
ঠোট ছুঁয়ে যায় তোমার ঠোঁটের লালটাকে৷
জড়িয়ে ধরায় লজ্জা পেয়ে নাকছাবি
আদর করে হালকা দাড়ির গালটাতে৷

হারিয়ে গেছে তোমার বুকের উষ্ণতা,
মেঘ জমেছে দুই হৃদয়ের চুপকথায়৷
অঝোর ধারায় ঝরবে আবার বৃষ্টিটা,
আঁকবো চুমু যেদিন প্রেমের ঠোঁট-ফাটায়৷

ভালবাসার সুরের আশায় দুই হৃদয়ের জুড়ছি তার,
লাগাম টেনে স্তব্ধ করি ইগোর পিঠে ঘোড়সওয়ার॥

                             ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য