শাশ্বত
মুক্ত দু-হাত, অন্তিম দিন, ভাল থেকো, বাই.. বলব যেদিন,
ছন্দগুলো পড়বে কি আর মনে?
শেষ গান ওই একতারাতে, গুটি কয়েক পুষ্পাঘাতে,
আসবে কি কেউ শুকনো ফুলের টানে?
শিউলি ডালে একটা ফিঙে, আসবে প্রেমের গন্ধ চিনে,
আউড়ে নেবে প্রথম লেখা ছন্দ৷
সেদিন তাকে গাইতে দিও, শুনবো কোথাও ঠিক আমিও,
শুকবো গাঁয়ের মেঠো পথের গন্ধ৷
অশৌচ রাত, কয়েকটা দিন, বিরক্তি বোধ, বিস্ত্রিতিহীন,
বাঁধবে স্মৃতি রঙিন কাঠের ফ্রেম৷
ভালবাসায়, মনের ব্যথায়, খুঁজবে যখন বইয়ের পাতায়,
শিখিয়ে যাব নতুন করে প্রেম৷
✍ প্রভাত..🌠
অনন্ত এ বিশ্ব কাশে
ReplyDeleteতোমার ছন্দ রইবে পাশে ।
জীবন মরণ সীমা ছাড়ায়ে-
রজনী গন্ধা সুভাষ জড়ায়ে।
অসাধারণ শিল্পী কবি ।
অনেক ধন্যবাদ ❤️💐
Delete