বৈধ অবৈধ
বৈধতা ঠিক বলব কাকে? কোন কলমে পাপ লেখে?
একলা বালিশ স্বপ্ন দেখে, প্রেমের অ্যালকোহল মেখে৷
ভাগ্য নাকি জলেরও হয়, চাঁদের ঠোঁটের ঘাম হলে!
মন রেখেছে ঈর্ষা নজর তোমার শীতের কম্বলে৷
আদর খেতে চাইছে তোমার, নীল আলোতে একলা রাত,
ভাগ্যতে আজ মিলবে না কি, সমুদ্রতে জলপ্রপাত?
ফর্সা কোমর আগুন জ্বেলে খাঁটি সোনায় জল মেশায়,
সংবিধানের নিয়ম কেন দাগ কেটে যায় বৈধতায়?
বৈধতাকে মাখিয়ে কালি, জমুক কিছু খুচরো পাপ৷
তোমার গোপন চিন্তা ছাড়া ব্যর্থ আমার মনখারাপ॥
✍ প্রভাত..💚
Valo laglo....
ReplyDeleteধন্যবাদ
Deleteসংবিধানের নিয়ম ভেঙে প্রেমের মধ্যে বাধ্যতা ।
ReplyDeleteকৃপন নয়তো! মানের মধ্যে সত্যতা ।
💐💐
Deleteবেশ ভালো লাগল প্রভাত দা। কিন্তু একটি লাইন এ খটকা লাগল।
ReplyDelete,"ফর্সা কোমর আগুন জ্বেলে খাঁটি সোনায় জল মেশায়," কারণ সোনা তে জল মেশানো যায়না। জল এর যায়গায় "খাদ" লিখলে ভালো হত।
জল কে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে৷ ভেজাল/খাদ অর্থে..
Delete