বৈধ অবৈধ

বৈধতা ঠিক বলব কাকে? কোন কলমে পাপ লেখে?
একলা বালিশ স্বপ্ন দেখে, প্রেমের অ্যালকোহল মেখে৷

ভাগ্য নাকি জলেরও হয়, চাঁদের ঠোঁটের ঘাম হলে!
মন রেখেছে ঈর্ষা নজর তোমার শীতের কম্বলে৷

আদর খেতে চাইছে তোমার, নীল আলোতে একলা রাত,
ভাগ্যতে আজ মিলবে না কি, সমুদ্রতে জলপ্রপাত?

ফর্সা কোমর আগুন জ্বেলে খাঁটি সোনায় জল মেশায়,
সংবিধানের নিয়ম কেন দাগ কেটে যায় বৈধতায়?

বৈধতাকে মাখিয়ে কালি, জমুক কিছু খুচরো পাপ৷
তোমার গোপন চিন্তা ছাড়া ব্যর্থ আমার মনখারাপ॥
                          ✍ প্রভাত..💚

Comments

  1. সংবিধানের নিয়ম ভেঙে প্রেমের মধ্যে বাধ্যতা ।
    কৃপন নয়তো! মানের মধ্যে সত্যতা ।

    ReplyDelete
  2. বেশ ভালো লাগল প্রভাত দা। কিন্তু একটি লাইন এ খটকা লাগল।
    ,"ফর্সা কোমর আগুন জ্বেলে খাঁটি সোনায় জল মেশায়," কারণ সোনা তে জল মেশানো যায়না। জল এর যায়গায় "খাদ" লিখলে ভালো হত।

    ReplyDelete
    Replies
    1. জল কে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে৷ ভেজাল/খাদ অর্থে..

      Delete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত