সমাধি

উলঙ্গ কাল ছিল রাজা, রাণীমাও মুক্ত কাপড়,
কলমের অবমাননাতে সপাটে সে মেরে গেছে চড়৷

রোদচশমায় ঢাকা চোখে অন্তর্দ্বন্দতে  যুঝি,
বাংলার তুঘলক হলে, সম্মানও কেনা যায় বুঝি?

মুক্তোর মনি মালা ফেলে, নুড়ি ভরি ঘরের শো-কেসে,
জঠরে মোচড় দিলে আজও খাই মাখনের অভ্যেসে৷

সাদা কাগজের বুক চিরে, ঝোপ বুঝে নজরুল আমি,
বারুদের ভয়ে আজ চুপ, নামী কলমের সংগ্রামী৷

দুটাকার কলমের আঁচে, সৌর ঝড়েরও নত মাথা,
বরফকে তাপ বেচে যদি, আগুন না খোলে হালখাতা৷

অন্তমিলের ঠ্যাং ধরে সাহিত্য চড়ে পালকিতে,
একটাই নাম লেখা হবে বাংলা ভাষার সমাধিতে৷ 
                       ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত