ব্যর্থতা
বুক কেটে যায় সরীসৃপের, জমা কিছু ইতিহাসের ব্যর্থতায়৷
অকাল দগ্ধ স্বপ্ন জানে ভুল ছিল সেই সম্পর্কের শর্তটায়॥
অলিন্দের এক অংশ বাঁচে ভুল সাগরের মন্থনে,
উঠবে নাকি সমাজ জেগে ডুকরে ওঠা ক্রন্দনে?
দাগ কেটে যায় মহাভারত, ভুল করেছেন কুন্তীও,
কর্ণ কেন পায়না বিচার? জন্মলাভে দোষ কী ওর?
অতীত হাতে হাঁটছে জীবন, রাত্রি কাটে নিদ্রাহীন,
ভালবাসার ফুল ছড়িয়ে ওকেও তো কেউ বাঁচতে দিন৷
ঘা দিয়ে যায় রসিকতায়, চরিত্রহীন৷ অন্ধকার৷
আঙুলগুলো খসড়া লেখে এই সমাজের ব্যর্থতার৷
✍ প্রভাত..🌠
সমাজ ভেঙে টুকরো করে
ReplyDeleteরক্ত মাখা হাত ধরে ।
কুর্নিশ জানাই কবিকে ।