দীপাবলি

দিওয়ালির রাত বোঝে ঠিকই, নিঃশ্বাসে যন্ত্রণা কত,
বারুদে আগুন নেই আজ, তারহীন গীটারের মত৷

টেবিলেই শুয়ে আছে তারা, এখনো তো ওড়েনি ফানুস,
টিমটিমে লাল নীল আলো শুয়ে দেখে একলা মানুষ৷

আজ কেন কান ভেঙে যায়, সুর তোলা ঢাকের আওয়াজ?
হাত শুধু কাব্যই লেখে, দিওয়ালির নেই কোন সাজ৷

কত হাসি ভেসে আসে কানে, আশাদের ভিজে যায় চোখ,
আলোতে কষ্ট হয় যার, তারও কিছু কথা লেখা হোক৷

জোড়া হাত প্রার্থনা করে, এটুকু আশীর্বাদ দিন,
উৎসবে কখনোই যেন হৃদয় না হয় প্রেমহীন৷

তেল ঢালা প্রদীপের মুখ, মনে জমা প্রেম দিয়ে জ্বালি,
প্রসাদেও ভালবাসা দিও, হোক প্রেমময় দীপাবলি৷
                         ✍ প্রভাত..💛

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য