অস্তরাগ

বৃষ্টি ভেজা পথ পেরিয়ে গুমরে মরে দৃষ্টিহীন,
ছাইয়ের ভেতর স্বপ্ন ভাবে, ভালবাসা খুব রঙীন৷

মুহুর্তেরা থমকে দাড়ায়, ভীড় জমা ওই রাস্তাতে,
ঝাঁঝরা বুকে সৈনিকও তো ভালবাসে৷ আস্থাতে৷

একলা বিকেল সঙ্গহীনা, পথ চলে যায় সাইকেলে,
অবাধ্য মন ঠিক ছুটে যায় নেটওয়ার্কহীন ফোন ফেলে৷

বুকের ভেতর লাব ডুবেরা নতুন করে বাঁচতে চায়৷
যাক না থেমে ঘড়ির কাঁটা লোডশেডিং এর সন্ধেটায়৷

ওই চলে যায় একলা গাড়ি, পেছনে যার টান ছিল,
পথের কাঁটা লোকের কথা, একলা চলার ডাক দিল৷

শীতের রাতে উষ্ণতা চায় তৃপ্তিহীনা একলা মাঘ,
ঘোড়ার ক্ষুরে পেছন ছাড়ে ভালবাসার অস্তরাগ৷
                        ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত