ফানুস
আকাশ ছুঁতে কলজে লাগে, জ্বালানিতে বিষাদ চাই,
হেমন্ততে গানের সুরে চাঁদের চোখে ঘুম জড়ায়৷
গানের ডাকে রামপ্রসাদের, চোখ ছুঁয়ে যায় ঈশ্বরের৷
আলোর চাদর আকাশ ঢেকে তিমির ঘুঁচায় বৈরহের৷
জ্যোৎস্না মোছা দেবীর পূজোয় বলীর কাঠে অমঙ্গল,
সমাজও আজ বিনাশ খোঁজে দুর্বৃত্তের, অসুর দল৷
আশার বুকে প্রদীপ জ্বলে, বাড়ির ছাদে ফুলঝুরি,
ভালবাসার রঙিন আলোয় আকাশ থেকে প্রেম পাড়ি৷
দীপাবলীর দীপ জ্বালিয়ে ধনের আশায় লক্ষীডাক,
পথের ধারের লক্ষীগুলো... ওরাও কিছু খাবার পাক৷
চিতায় রেখে ঝগড়া - বিবাদ, আগুন ধরাও রং মশাল,
বর্মে থাকুক মনুষ্যত্ব, ভালবাসাই আমার ঢাল৷
তপ্ত বুকই আকাশ চেনায়৷ প্রেম দিয়ে কে কিনছে হুশ?
গুনবে প্রেমিক উড়িয়ে দেওয়া অহঙ্কারের লাল ফানুস৷
✍ প্রভাত..🌠
Excellent
ReplyDelete