বাস প্রেমিক
ইচ্ছে করেই দেখে নেওয়া একপলক,
গালে চুলের লক্স সরিয়ে আড়চোখে৷
বস্তুটি ঠিক কী যেন ওই প্রেম নামক!!
জাগিয়ে দিল নতুন আর এক স্বপ্নকে৷
ঘড়ির কাঁটা পাঁচটা ছুঁতেই দৌড় লাগাই,
কোন জানলায় আজকে তোমার নাম লেখা?
হালকা হাসি, দেখেই যেন ভরসা পাই,
নিউ গড়িয়ার বাসেই এমন প্রেম শেখা৷
যাক চুলোতে এমন সময় মনখারাপ,
মেঘের থেকে ধার চেয়ে নিই বৃষ্টিকে৷
হেডফোনে গান৷ চোখের তারাও নিচ্ছে মাপ,
যত্নে গড়া ভগবানের সৃষ্টিকে৷
সমুদ্রতে ভয়ঙ্কর এক জলোচ্ছাস,
সাহস করে টানবে জাহাজ কোন নাবিক?
যেমন চলে, ধীর গতিতে চলছে বাস৷
বৃষ্টি ফোঁটায় কাব্য লেখে বাস প্রেমিক॥
✍ প্রভাত..💚
অসাধারণ। এর থেকে ভালো হতে পারে না। দারুণ লাগল আমার।
ReplyDeleteখুব ভালো কবিতা ।
ReplyDelete