তথাকথিত সত্য বাবু, ঘুরতে গেলেন মাউন্ট আবু, বিপত্নীক সে ব্যাবসাদার, কলগার্লেই অভিরুচি যার৷ সঙ্গে আমি ভাড়ার পরী, চরিত্রহীনা নষ্টা নারী৷ রাতদুপুরে টাকার জেরে বিরামহীন সে যুদ্ধ করে৷ মুখবুজে সব সহ্য করি চিত্ত দহন ব্যাথা, কেউ কি কভু লিখবে কবি নষ্টা মেয়ের কথা? যন্ত্রবিদ্যা শিখতে এলাম শূন্য পকেট ঝেড়ে, টাকার খেলা স্বপ্ন কেহ নিচ্ছে বুঝি কেড়ে৷ অজ্ঞাত মোর দরিদ্র বাপ, টাকার ডিমান্ড তার কাছে পাপ৷ দিনে কলেজ রাত্রিতে বার, কাস্টমারের ডিমান্ড শোবার৷ সারদার চোর মঞ্চে গাহে দেশভক্তির গাথা, হস্টেলে মোর শয়ন সঙ্গী একটি ছেঁড়া কাঁথা৷ তাও কি তুমি লিখবে কবি নষ্টা মেয়ের কথা? শিক্ষালাভ কী যায়না করা সত্যই বিনা অর্থে, যোগ্যতাকে যাঁচাই করে দেশোন্নতির স্বার্থে৷ লক্ষ চারা যাচ্ছে মারা টাকার খেলায় সর্বহারা, বিনা অর্থে জলটি পেলে ভরবে বাগান ফলে ফুলে৷ অক্সিজেন ও ছায়ার মাঝে সমাজে শত মানুষ বাঁচে৷ তবুও চারা পায়না রে জল শুষ্ক শেকড় যেথা, তুমি কী আজ লিখবে কবি নষ্টা মেয়ের কথা৷ ...