আসক্তি

আসক্তি নতুন পাতা, বিশেষ পতন৷
আঁচড়ের খেয়ালে বিলাপ৷
মোহের শেকড় যেন জড়িয়েছে কঠিন চিবুক৷

বিবিধ রঙিন ডানা বারে বারে পালক ছুঁড়েছে
সংসর্গ সোহাগ দিতে...
জ্ঞাত বুক কুড়িয়ে রাখেনি৷

খবর কাগজ পড়া
শেষ হলে উপেক্ষাপ্রবণ৷

দীর্ঘ জালিকার শ্রেণী, ক্রমশ প্রয়াস
বোঝেনা প্রকৃতি যদি উঠে আসে ঘরে
বিলাসের অভ্যাস থাকে না৷

ক্রমাগত সবুজেরা সময়ে পিঙ্গল
প্রকাশ করিনি যাকে...
ছেড়ে আসা অভিজ্ঞ শৈল্পিক৷
               ✍ প্রভাত ঘোষ⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য