দায়রা

ভাঙা শামুকের নরম অংশে
কামড় দিচ্ছে পায়রা৷
খোলসের পিঠে খোদাই রয়েছে
কতখানি প্রেম, 'দায়রা'৷

ঝিলের কিনারে মোতায়েন হাত
অনুরাগে ঘেরা বর্ম
মৃত পৃথিবীর চেতনা জাগাতে
ঠোঁটে উষ্ণতা ধর্ম৷

ঢাকা হিজাবের ঘেরাটোপ ভাঙা
মশারির ছেঁড়া গন্ডি
আজানের সুর মন্দিরে ছেড়ে
পৈতের বুকে মন দিক৷

সাধনার ঘরে কুন্ডলী ধোঁয়া
জড়তার তারে বন্দী৷
ভালবাসা মানে অনেকটা পথ
বিবাহের খুঁটে সন্ধি৷
               ✍ প্রভাত ঘোষ ⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য