অস্তমিত অনুরাগ

একদিন গড়তে গড়তে স্থির
হারিয়ে যাবার মুখে বাঁশির বিরাম৷

কুন্ঠা থেকে ইগোর শপথ
জনহীন ঘাটে নগ্নস্নান৷

অধরে চুমুর থেকে প্রিয় খাদ্য কই?

পেছনে মিলিয়ে গেছে সুর৷

স্ব-বিজ্ঞাপনের মতো উঠে
প্রবন্ধের দু লাইনে নাম
ক্ষণিক সফরে৷

দ্রষ্টব্য সীমায় বসে যে পাতা ওড়েনি..
সেই লেখা ম্লান হবে প্রিয়৷
ক্লান্ত অস্তমিত অনুরাগ॥
               ✍ প্রভাত ঘোষ ⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত