নির্বাক

নীরবতা চোখের অধীন
দৃষ্টির অপরিচিত ভাষার ফেরৎ
শোনেনি সময়৷

কান হারা শ্রোতার চেয়ার৷
চাপা স্বরে রক্ত বমি, পছন্দ নির্বাক৷

আবেগ পালক ওড়া মেদ পর্ব শেষে
অজুহাত ফিরে গেছে,
আর কেউ কবিতা লেখেনি৷

মুখোশ গোপন রেখে
ভেসে যায় জলের দৃঢ়তা৷
সব পথই জানে 
কোন পায়ে কতটা ব্যস্ততা৷
          ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত