স্পন্দন
কতটা গভীরে গেলে শোক..
ছিন্ন হয় পাষাণ পেরেক
নিজেরই আঘাতে৷
এভাবে দেখেনা কেউ
পাষাণের নিহিত স্পন্দন৷
ঘুমন্ত প্যারালিসিস
প্রেমকুণ্ডে ভেজেনি কখনো৷
উলঙ্গ মেঘেরা সুখী
গৃহকোণ থেকে বহু দূরে
বিপণি চত্বরে৷
চমৎকার রান্নার আড়ালে
শুয়ে থাকে ফালা ফালা কাঠ৷
✍ প্রভাত ঘোষ ⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..