পর্যায়ক্রম
১)
ক্রমশ চুলের ঢেউ, ছুঁতে যাওয়া বালি
কোমল, সোহাগী৷
পরিচর্যাহীন তাই ছড়িয়ে রয়েছে৷
২)
শৈত্য অনুভূতি, যারা ঘুমানো পাথর..
চুম্বকীয় উষ্ণতায়
মরু উপত্যকা বুকে স্রোতের উত্থান৷
৩)
চাহনি ধ্বসের মতো
সমূহ পতন৷
চাপা নুন কোলের আড়ালে৷
৪)
অসম সিঁড়ির ধাপে বিশেষ আলাপ,
তুষ্টির প্রলাপ৷
শ্বেত গন্ধ তখনও অচেনা।
৫)
ফু দেওয়া ঘৃণার স্তরে
ঠোঁটে ঠোঁটে নতুন সকাল৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..