প্রয়াস

বেহায়া মাঝির মত ভালবেসে নদীর সাম্রাজ্যে
অভিমানী দুর্ভিক্ষের ক্ষত৷
শুকানো বালির চরে হারানো সঙ্গীতে
দগ্ধ বায়ু সান্তনা কুড়ায়৷

জল তার নিজের সম্পদ৷
দিশাহীন ডানা থেকে যতটুকু শীতল ঝাপট
হাত ধরে বাঁচার প্রয়াস৷

ধূসর পাতায় লেখা বিচ্ছিন্ন লিরিকে
অন্তরের উজ্জ্বল সেতার৷
আবহমানের মতো ভাসাতে, নেভাতে...

গর্ভের প্রলয় শেষে নতুন জীবন৷ 
হে সময় অবকাশ রেখো৷
                     ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য