অভাব

নির্ঘুম নির্জন চরে অশোকের রাত
ঘাড় থেকে তরোয়াল নামিয়ে বুঝেছি
ইতিহাস বিচার করেনা৷

লিপ্সায় রাজ্যের খোঁজ..
বিরহী চেতনা
সাম্রাজ্যের চেরা চেরা বুক৷

ফোঁপানো ধ্বনির পায়ে অবনত ধনী৷

যেভাবে আবেগে আসে প্রেম
              দেশ ভাগে নিশানও থাকে না৷

অভাব ঘুণের মতো,
নির্যাস গ্রহন করে কাঠামো নিক্ষেপ৷
                  ✍ প্রভাত ঘোষ ⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য