অভাব
নির্ঘুম নির্জন চরে অশোকের রাত
ঘাড় থেকে তরোয়াল নামিয়ে বুঝেছি
ইতিহাস বিচার করেনা৷
লিপ্সায় রাজ্যের খোঁজ..
বিরহী চেতনা
সাম্রাজ্যের চেরা চেরা বুক৷
ফোঁপানো ধ্বনির পায়ে অবনত ধনী৷
যেভাবে আবেগে আসে প্রেম
দেশ ভাগে নিশানও থাকে না৷
অভাব ঘুণের মতো,
নির্যাস গ্রহন করে কাঠামো নিক্ষেপ৷
✍ প্রভাত ঘোষ ⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..