ক্ষয়

চপ্পলে চপ্পলে ক্ষয়, বৈদেশিক মাটি
কফিনে জনতা ভরে ধর্মান্তর... বেশ৷
দিগ্বিদিক নির্বোধের ভীড়ে
ভাত শেষ শিক্ষানবিশের৷

কুলুঙ্গিতে ভার্সিটির পাতা
আজন্ম কোমায়৷ দূর.. ডিকেন্সের বই
নিরাশা লুকান হাত সস্তা পাজামায়৷
মাথার ফাটলে লাল, শান্তি?
যাও.. যাও.. 
যতটা গভীরে গেলে বমি করা যায়৷

স্পর্ধা? ওরা শ্মশান ছুঁয়েছে
বাড়ির দুয়ারে রক্ত কাঠ৷
গন্তব্যের ফেবিকলে মুকুট বসালে..
প্রতিটি যুগের শেষে
ভিখিরির চেহারা পাল্টায়৷
                   ✍ প্রভাত ঘোষ ⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য