সজাগ

সজাগ

কুঠুরিতে ঘুমের আবেশ, কেউ কেউ রাত জাগে পুরান আবেগে৷
ওভাবে দেখি না,
শুনি সেই ফেলে আসা স্তনের আলকাপ৷
বাড়িটি ভুলিনি শুধু চৌকাঠ পেরিয়ে৷
ঘুরে বুঝি এ-ডালে ও-ডালে..
কিছু চোখ নিশীথ প্রহরী, অথবা প্রণয়ী৷

নিজেকে খোঁড়ার মতো আনন্দ কিছু কী আছে!
ঘুম ভুলে ধ্যান,
স্তবের ওঙ্কার
শুনি আর ঈশ্বরের নদীর গভীরে ডুবে যাই৷
                ✍ প্রভাত ঘোষ ⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত